ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
পিএসসি’র নতুন চেয়ারম্যান সোহরাব হোসাইন
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-১৬ ০৯:২৬:৫৬

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনকে সরকারি কর্ম কমিশন-পিএসসি’র চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এই অবসরপ্রাপ্ত সিনিয়র সচিবের অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

প্রজ্ঞাপনে, সাবেক এই শিক্ষা সচিবকে আগামী ৫ বছরের জন্য এই পদে নিযুক্ত করে সরকার। দায়িত্ব পাবার পর সোহরাব হোসাইন যমুনা নিউজকে জানান, তিনি সততার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। চাকরি জীবনে তিনি বিসিএস প্রশাসনে একাডেমিক রেক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সোহরাব হোসাইন বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের স্থলাভিষিক্ত হচ্ছেন।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ