ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০৫-০৮ ০৭:২০:৪৪
নীলফামারীতে পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা সৃষ্টিতে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাক্ষে অনুষ্ঠিত কর্মশালার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট। জেলা পরিবার পরিবার কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের উপ-পরিচালক(প্রোগ্রাম) আসমা হাসান। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক(ক্লিনিক) ডা. রোখসানা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. তন্ময় তরফদার বক্তব্য দেন কর্মশালায়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জগন্নাথ রায় কর্মশালা পরিচালনা করেন। এতে মা ও শিশু মৃত্যুর হার শুণ্যের কোটায় নিয়ে আসা, বাল্য বিয়ে রোধ, প্রাতিষ্ঠানিক ডেলিভারী নিশ্চিত করণসহ স্বাস্থ্য সেবায় পরিবার পরিকল্পনার সেবা গ্রহণে নিকটস্থ পরিবার কল্যাণ কেন্দ্রের সেবা গ্রহণের আহবান জানানো হয়। জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ধর্মীয় নেতাসহ বিভিন্ন জন এতে অংশ নেন।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত