বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার টংগাঝিরি এলাকার পূর্ব বেতছড়া পাড়ায় অগ্নিকান্ডে ত্রিপুরা সম্প্রদায়ের ১৭টি বসতঘর পুড়ে যাওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শুক্রবার (২৭ডিসেম্বর) সকালে তিনি অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, এখানে যারা দাড়িয়ে আছেন তাদের প্রত্যেকের নিরাপত্তা দরকার। পার্বত্য এলাকা এমনিতেই স্পর্শ কাতর। এরমধ্যে বার্মাও বেশি দূরে না। ওখানেও গোলমাল চলছে। বার্মার গোলমাল যেন এখানে না আসে এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এসময় তিনি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ আগুন যেন এখানে আসতে না পারে সেজন্য খেয়াল রাখতে বলেন। তিনি বলেন, শুধু আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু তারাই না, এলাকায় যারা যারা আছেন সবাই যেন নিরাপত্তায় থাকতে পারে সেজন্য আমরা দিনরাত চিন্তা করছি। এসময় তিনি আরো বলেন, এঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। যারা বাইরে আছেন তাদেরও আটক করার চেষ্টা চলছে। ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা বলেও জানান তিনি।
পরিদর্শনকালে তার সাথে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাউছারসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে পাড়াবাসী পাশের টংগাঝিরি পাড়ায় বড়দিন উপলক্ষে গীর্জায় প্রার্থনা করতে গেলে দুর্বৃত্তের দেওয়া আগুনে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া পাড়ার ১৭টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ঘটনার পর এক মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৪ আসামীকে আটক করে। বাকী আসামীদেরও ধরতে অভিযান অব্যহত রয়েছে।