ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নাগেশ্বরীতে মাদক সম্রাট ও জুয়ার মুখ্য আমিনুল তেলী ও আবুল কসাই
  • কুড়িগ্রাম প্রতিনিধি:
  • ২০২৪-০৫-০৮ ০৭:১৬:১০
নাগেশ্বরীর কালীগঞ্জ ইউনিয়নের একাধিক মাদক ও জুয়া মামলার আসামী এবং মাদক সম্রাট ও জুয়ার খেলার মুখ্য জুয়ারী আমিনুল ইসলাম তেলী ও আবুল হোসেন কসাইয়ের নেতৃত্বে দীর্ঘদিন থেকে রাতের আঁধারে শালমারা চর ও ঢেভঢেবি বাজার থেকে দক্ষিণে নদীর পাড়ে কলাবাড়িতে ব্যাটারিতে এলিডি বাল্ব লাগিয়ে প্রতিরাতে চলছে মাদকের আসর এবং রমরমা জুয়ার আসর। মাদক সেবন ও জুয়া খেলায় জ্বড়িয়ে স্থানীয় শিক্ষার্থীসহ উঠতি বয়সের যুবকরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছেন। পুলিশি অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মানুষ। সরেজমিন গিয়ে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের মন্নেয়ারপাড় গ্রামের একাধিক মাদক ও জুয়া মামলার আসামী এবং মাদক সম্রাট ও জুয়ার খেলার মুখ্য জুয়ারী আমিনুল ইসলাম তেলী ও আবুল হোসেন কসাইয়ের নেতৃত্বে জুয়ারী সাবুল ইসলাম, আলম মিয়া, শফিকুল ইসলাম, আমিনুর রহমানসহ ৩৫-৪০জনের যৌথ টাকায় কালীগঞ্জ ইউনিয়নের গয়েনাথ চন্দ্র মাস্টারের বাড়ীর পুর্বে শালমারা চর (দুধকুমার নদী) সংলগ্ন এবং কালীগঞ্জ সিএনবি ঘাট দুধকুমার নদী পাড় হয়ে ঢেভঢেবি বাজার থেকে দক্ষিণে নদীর পাড়ে কলাবাড়িতে প্রতিরাতে চলছে বিশাল পরিসরে রমরমা জুয়ার আসর এবং মাদক সেবনের আড্ডা। মাদক সেবন ও জুয়া খেলায় জ্বড়িয়ে স্থানীয় শিক্ষার্থীসহ উঠতি বয়সের যুবকরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছেন। এলাকার বাড়ছে মাদক সেবনকারী এবং ছুরি, ছিনতাইয়ের ঘটনা। দুধকুমার নদী পাড়ের হতদরিদ্র পরিবারের উঠতি বয়সের যুবক ছেলেরা মাদক সেবন করে জুয়ার আসরে জ্বড়িয়ে লাখ লাখ টাকা হারিয়ে ফেলে বিভিন্ন অপরাধের সাথে জ্বড়িয়ে পড়ছেন। এতে তাদের পরিবারে চলছে অশান্তি ও সংসার বিচ্ছেদ আর বাড়ছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। এভাবে প্রতিরাতে মাদক ও জুয়ার আসর চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মসহ সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে এবং যুব সমাজ মাদক সেবনে জ্বড়িয়ে পথে বসবে। অভিযোগ রয়েছে মাদক সম্রাট ও জুয়ার মুখ্য জুয়ারী আমিনুল ইসলাম তেলী ও আবুল হোসেন কসাই প্রতিরাতে কালীগঞ্জ ইউনিয়নের দুধকুমর নদের সিএনবি ঘাটের দক্ষিণে নদীর পাড়, শালমারার চরের মাঝখান, ঢেভঢেবি বাজার থেকে দক্ষিণে নদীর পাড়ে কলাবাড়িতে, কাঠগিরাই চর, সাহেবগঞ্জের আবাসনের পাশে ভুট্টাক্ষেতের মাঝে পালাক্রমে জায়গা বদল করে চলছে এসব স্থানে প্রতিরাতে মাদক সেবন ও জুয়ার আসর। তবে পরিস্থিতির অবনতি দেখলেই তারা নৌকাযোগে মাঝ নদীতে নৌকার উপরে চালান জুয়ার আসর। জুয়ারী আমিনুল ইসলাম তেলী ও আবুল হোসেন কসাই বলেন, প্রতিরাতে মাদক সেবন ও জুয়া খেলা আমাদের খোরাক। মাদক ও জুয়ার আসর চালাই। মাদকের আসর ও জুয়া খেলা চালাতে প্রতিরাতে অনেক টাকা লাগে। কালীগঞ্জ ইউনিয়নের ফরিদুল ইসলাম, আকতার হোসেন মেম্বার, মাইদুল ইসলাম, মিজান, রফিকুল ইসলামসহ অনেকে বলেন, মাদক সম্রাট ও জুয়া খেলার মুখ্য জুয়ারী আমিনুল ইসলাম তেলী ও আবুল হোসেন কসাইয়ের নেতৃত্বে দীর্ঘদিন থেকে প্রতিরাতে চলছে বিশাল জুয়ার আসর এবং মাদকের আড্ডা। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বলেন, জুয়া খেলার তথ্য পেলেই অভিযান চলবে। কাউকে ছাড় দেয়া হবে না। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক ও জুয়া নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী