জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
- এ,কে,এম আসাদুজ্জামান পাইলট, ময়মনসিংহ
-
২০২৪-০৫-০৪ ১০:৩৮:১৮
- Print
অভিযান-১
এসআই(নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ২৯ নং ওয়ার্ড গন্দ্রপা উত্তরপাড়া সাকিনস্থ মোঃ মন্নেছ আলী (৫০) এর বাড়ীর সামনে হইতে ০৩ মে ২০২৪ খ্রিঃ তারিখ ১৮.৫০ ঘটিকায় ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মোছাঃ জোসনা বেগম (৪৫), স্বামী- মোঃ মন্নেছ আলী, পিতা-মৃত মনসুর আলী, মাতা-জাহানারা বেগম, সাং-গন্দ্রপা (হোল্ডিং নং-১০১, নুর ইসলাম সড়ক), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২টি মামলা আছে।
অভিযান-২
এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ পশ্চিম বাজার মোড় হইতে পরানগঞ্জ গামী পাকা রাস্তার পাশে জনৈক এনামুল হকের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ০৩ মে ২০২৪ খ্রিঃ তারিখ ২২.৪০ ঘটিকায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রুহুল আমিন (৩০), পিতা-মোঃ মোস্তফা হোসেন, মাতা-মোছাঃ আমেনা বেগম, সাং-রাজগঞ্জ, ২। মোঃ হায়দার আলী (২৬), পিতা-মোঃ রাজা মিয়া, মাতা-মোছাঃ হেনা বেগম, সাং-রঘুরামপুর সবজিপাড়া, উভয় থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর মোঃ রুহুল আমিন (৩০) এর বিরুদ্ধে ০৬টি মামলা আছে।
উদ্ধারকৃত ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।