ঢাকা শনিবার, জুলাই ২৭, ২০২৪
শিশু শ্রমিককে বলাৎকারের অভিযোগে রেস্তোরাঁ মালিক রফিককে গ্রেফতার করেছে পুলিশ
  • কক্সবাজার প্রতিনিধি
  • ২০২৪-০৫-১৭ ০৯:০৮:১৩
কক্সবাজার শহরের কলাতলী বিচ সংলগ্ন সুগন্ধা পয়েন্টের রাজ মণি রেস্তোরাঁর মালিক রফিকুল ইসলাম প্রকাশ রফিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১৬ মে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ট্যুরিস্ট পুলিশের একটি দল রাজ মণি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করে। নিজ রেস্তোরাঁয় কর্মরত শিশু শ্রমিককে বলাৎকারের অভিযোগে তাকে গ্রেফতার করা হলো। এদিকে, বাংলাদেশের খবর এর অনলাইন ভার্সনে সংবাদটি প্রচারের পরই গ্রেফতার এড়াতে এদিক-ওদিক ছুটতে থাকে রফিক। রাতেই নিজ রেস্তোরাঁয় ডেকে নিয়ে যায়, অনিবন্ধিত স্থানীয় কয়েকটি ফেসবুক টিভির সাংবাদকদের। সেখানে নিজেকে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে সে জানায়। এর কয়েক ঘণ্টা পরই পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রফিক কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। ফলে রেস্তোরাঁ মালিকদের একটি বড় অংশের সাথে রয়েছে তার সখ্যতা। রফিকের গ্রেপ্তারের বিষয়টি জানার পরই রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে ছুটে যায়। তারা পুলিশকে বুঝিয়ে রফিককে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। সেটি সম্ভব না হওয়ায় স্থানীয় এক সাংবাদিক নেতার আশ্রয় নেয়। যিনি পুলিশ এবং প্রশাসনের দালাল হিসেবেই সবার কাছে পরিচিত। সেই দালাল সাংবাদিক পুলিশকে মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা করে। কিন্তু সফল হয়নি। রাত সাড়ে ১২ টার দিকে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে রফিককে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এদিকে, গ্রেপ্তারের সময় স্বাভাবিক থাকলেও থানায় এসেই নাটক করতে থাকে রফিক। নিজেকে হার্টের রোগী দাবি করার বেশ কিছুক্ষণ ধরে অসুস্থতার অভিনয় করে। এক পর্যায়ে বেহুশ হওয়ার ভান করে থানার ভেতরে লুটিয়ে পড়ে। এরপর পুলিশ সদস্যরা তার শরীরের প্রকৃত অবস্থা জানার জন্য হাসপাতালে নিয়ে যায়। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য সদর থানার ওসির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি।
ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা
পাঁচ বছর পলাতক থাকার পর গ্রেফতার হলেন রনি
আদিনাজপুরে সেই আলোচিত ভূয়া  ম্যাজিষ্টেট তিশা আবারো গ্রেফতার