নরসিংদী সদর আলোকবালী ইউনিয়নের উত্তর পাড়া সংলগ্ন নুন্দের চরে জমিতে কাজ করতে গিয়ে একই পরিবারের দুইজনসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন শরিফা বেগম (৪৮) স্বামী কামাল মিয়া, ইমন মিয়া(১২) পিতা কামাল মিয়া তাদের বাড়ি নরসিংদী সদর উপজেলাধীন আলোকবালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে । কাইয়ুম মিয়া (২৫) পিতা হাতেম মিয়া তার বাড়ি রায়পুরা উপজেলার বাঘাইকান্দি গ্রামে। আহতরা হলো কামাল মিয়া (৫৫) পিতা মৃত সাত্তার মিয়া, কেরামত নামের আরেকজন গুরতর আহত হয়। আহত দুইজনকে নরসিংদী সদর হসপিটালে ভর্তি করা হয়েছে। (১৮ মে) বেলা সাড়ে এগারোটার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। প্রতিদিনের ন্যায় ফসলি ধানের জমি থেকে ধান কাটার জন্য কামাল মিয়া তার দুই সন্তান সহ সাতজন নিয়ে জমির ধান কাটতে যায়। শরিফা বেগম ঐ নয়জনের জন্য সকালের নাস্তা তৈরি করে নিয়ে যায়।বেলা সাড়ে এগারোটার সময় হঠাৎ করে ঝড়বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। কিছু লোক পাশে থাকা জমির ইন্জিনের ছোট্ট গুরফিতে আশ্রয় নেয়। বাকি পাঁচজন জায়গা না পেয়ে খালি মাঠে গামছা মাথায় দিয়ে বসে থাকে শোনা যায় ইমন গামছার নিচে বসে মোবাইলে দেখতে ছিলো যারা খালি মাঠে গামছার নিচে ছিলো এর মধ্যে তিন জনই বজ্রপাতে নিহত হয় এবং দুইজন গুরুতর আহত হয়।
এ ব্যাপারে আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমিও শুনেছি কিছুক্ষণের মধ্যে হসপিটালে যাব। এ দিকে এক ই পরিবারের দুইজন নিহত এবং আরেক জন আহতের খবরে আলোকবালী ইউনিয়নের কামাল মিয়ার বাড়িতে চলছে শোকের মাতম।