দিনাজপুরে মানসিক ভারসাম্যহীন এক যুবকের হাসুয়ার কোপে গণেশ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় জনতার গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন ঘাতক বিকাশ (৩৪) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০ টায় মারা গেছে। আহত হয়েছে শরস (৩০) নামে এক যুবক।
শুক্রবার (১৭ মে) বিকেল ৪টায় দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর মুশোহরপাড়ায় এ ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন যুবক বিকাশের হাসুয়ার এলোপাথাড়ি কোপে গণেশ (৬০) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গণেশকে রক্ষা করতে গিয়ে আহত হয় প্রতিবেশি শরস ( ৩০) নামে এক যুবক।
নিহত গনেশ (৬০) দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের উত্তর জয়দেবপুর মুশোহরপাড়ার মৃত আতোয়ারীর ছেলে। আর আহত শরস (৩০) একই এলাকার পরসাদুর ছেলে।
এঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বিকাশকে আটকি বেধে রেখে উপর্যুপরি পিটুনি দেয়।
পুলিশক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিকাশকে হেফাজতে নিয়ে এবং আহত শরস সহ দু'জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘাতক বিকাশ শুক্রবার রাত ১০ টায় মারা যায়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, ঘাতক বিকাশ মানষিক ভারসাম্যহীন। সেও মারা গেছে। আহত শরস এর অবস্থাও ভালো নয়।
বিষয়টি অত্যন্ত দু:খনক। যে হত্যা করেছে, সেও গণপিটুনিতে মারা গেছে। এবিষয়টি আমরা খতিয়ে দেখছি। পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ঘাতক বিকাশ জয়দেবপুর মুশোহরপাড়া গ্রামের মেহের চাঁদের মানষিক ভারসাম্যহীন ছেলে। উভয়ের মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।