ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
নলছিটিতে এক কেজি গাঁজাসহ যুবক আটক
  • ঝালকাঠি প্রতিনিধি
  • ২০২৪-০৫-১৫ ১০:৩৫:০১
ঝালকাঠির নলছিটিতে এক কেজি গাঁজাসহ মোহম্মদ রাসেল তালুকদার এক যুবক আটক করেছে নলছিটি থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ১৪ মে রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় রাসেল পার্শ্ববর্তী নালার মধ্যে একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে ধরে ফেলে এবং পলিথিনের ব্যাগটি উদ্ধার করে। উদ্ধারকৃত ওই পলিথিনের ব্যাগে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।আটক রাসেল তালুকদার পৌরসভার সূর্যপাশা এলাকার ইউনুস তালুকদারের ছেলে। নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান, এশার ওয়াক্তের পরে নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকা থেকে মোঃ রাসেল তালুকদার নামের একজনকে এক কেজি দুইশো গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ