ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০৫-০৮ ০৭:২১:৫৪
নীলফামারীতে ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা : রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু ’ প্রতিপাদ্যে বিশ্বকবি ববীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে। অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনায় সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষণ রায় ও শহিদুল ইসলাম ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন, জেলা কালচারাল কর্মকর্তা কে এম আরিফুজ্জামান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা বক্তব্য দেন। অনুষ্ঠানে জেলা শিশু একাডেমি আয়োজিত রচণা, চিত্রাংকণ ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় ৮টি গ্রুপে বিজয়ী ২৪জনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় শিল্পিরা।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী