ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় দুটি উপজেলায় ভোটগ্রহণ শুরু
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • ২০২৪-০৫-০৮ ০৭:১৭:০৬
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে দুই উপজেলার ১৭৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেলে ৪ টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী, পুরুষসহ তরুণ ভোটাররা থেমে থেমে এসে ভোট প্রদান করছে। এছাড়াও ভোটকে ঘিরে সর্বত্র উৎসব আমেজ বিরাজ করছে। দুই উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতদ্বন্ধিতা করছেন। এদিকে নির্বাচনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রের নিরপত্তায় দায়িত্ব পালন করছেন। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: সাদেকুল ইসলাম জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ১১৩৮ জন পুলিশ, ৬ প্লাটুন বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। উল্লেখ: দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৯৩০ জন।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত