নীলফামারীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
- নীলফামারী প্রতিনিধি:
-
২০২৪-০৫-০৮ ০৮:০৬:৩৯
- Print
‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে নীলফামারীতে দু’দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪৫তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নীলফামারী উচ্চ বিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও প্রযুক্তি) রাশিদা আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান ও নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলনি কান্ত রায় বক্তব্য দেন।
এরআগে মঙ্গলবার এই সপ্তাহের উদ্বোধন করা হয়।
জেলার ছয় উপজেলার ২৫টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক নানা উদ্ভাবনী এতে উপস্থাপন করেন।