ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-১১-২৫ ০৬:১৯:০৫

নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস পালিত হয়েছে। গতকাল সেলফ হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম(শার্প) এই অনুষ্ঠানের আয়োজন করে।

ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের বর্ডার আউটপোস্ট (বিওপি) বাজার এলাকাস্থ মোর্শেদা বেগমের বাড়িতে এই দিবস অনুষ্ঠিত হয়।
এতে শার্প চিলাহাটি শাখার প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন ও সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মানিক রায়। 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় এই খামার দিবস অনুষ্ঠিত হয়। এতে ৮০জন অংশ নেয়। শার্প চিলাহাটি শাখার প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন বলেন, মাংসের জন্য ব্রয়লার টাইপ পেকিন হাঁস পালনে উদ্বুদ্ধ করণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী