ঢাকা সোমবার, মে ১৩, ২০২৪
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে সহস্রাধিক ঘর ভস্মীভূত
  • কক্সবাজার প্রতিনিধিঃ
  • ২০২২-০১-০৯ ০৯:৩৯:৫৯
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নস্থ শফিউল্লাহ্ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে সহস্রাধিক বসত ঘর। ৯ জানুয়ারি সন্ধ্যায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। গ্যাসের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্যাম্পটির আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত এক সরকারি কর্মকর্তা। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয়দের সূত্রে জানা গেছে, শফিউল্লাহ্ কাটা ক্যাম্পের বি-১ ব্লকের এক বাসিন্দার বসতঘরে প্রথমে আগুন দেখতে পান এলাকাটিতে বসবাসকারী রোহিঙ্গারা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এলাকাটির অন্য বসতঘরগুলোতে। প্রথমদিকে স্থানীয় রোহিঙ্গা এবং এপিবিএন সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস উখিয়া স্টেশনের সদস্যরা অগ্নিকান্ড স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে লেগে পড়েন। এরপর কক্সবাজারসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্ জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ক্যাম্পে কাজ করছে। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। ৮ এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন বলেন, সন্ধ্যা ৫ টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এবং এপিবিএন সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। এদিকে, এবারের অগ্নিকান্ড অসাবধানতা বশত হয়েছে নাকি কোন দুস্কৃতকারী এর জন্য দায়ী এই বিষয়ে কিছুই জানা যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টিও জানা যায়নি।
তীব্র প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়
নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ
দিনাজপুরে প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন
সর্বশেষ সংবাদ