ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দিনাজপুরে প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৪-০৪-১৮ ১২:৩২:১৭
প্রচন্ড তাপদাহে দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরমে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষসহ প্রাণিকুল। আজ(১৮ এপ্রিল) বৃহস্পতিবার দিনাজপুরে ছিলো ৩৬ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস ত । তবে অ্যাকুওয়েদার নামে একটি ওয়েবসাইট দেখাচ্ছে দিনাজপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রী সেলসিয়াস। দেশের অধিকাংশ এলাকার মত গত ১২ দিন ধরে উত্তরের জেলা দিনাজপুরেও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গরম আর প্রখর রোদে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা। দিনাজপুরে তাপমাত্রা ৩৫ থেকে সাড়ে ৩৯ ডিগ্রী সেলসিয়াসে ওঠানামা করছে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে গরমের তীব্রতা। দুর্ভোগে পড়েছে শ্রমজীবি মানুষ। তীব্র গরমকে আরো অসহনীয় করে তুলছে ঘনঘন লোড শেডিং। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহের কথা স্বীকারও করছেন সংশ্লিষ্টরা। তবে তারা বলছেন, শিগরিরই স্বাভাবিক হয়ে আসবে পরিস্থিতি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘনঘন লোড শেডিং নিয়ে যে যা মন্তব্য করছেন। আরএই মন্তব্য গুলো পল্লী বিদ্যুৎ কেন্দ্রিক। গরমকে কেন্ত্র করে দিনাজপুরে তরল পানিয়, লেবুর শরবত ও আখের রস বিক্রি বেড়েছে। বেড়েছে ডাব বিক্রি। বিরল উপজেলার ১১ নং পালাশবাড়ী ইউনয়নের ইব্রাহিমপুর গ্রামের গ্রামের আজাহার আলী জানান, কারেন যাছে,আর আইসেছে। কিছুক্ষণ ও থাকেছেনা।ন্যাম্প, কুপি হারিকেন জ্বালাই থাকিবা হছে। বিভিন্ন স্থানে গাছের তলায় অটো-বাইক, রিক্সা চাকলদের এসে ছায়ায় বিশ্রাম নিতে দেখা যাচ্ছে। দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে সাবেক স্টেশন ক্লাব চত্বরে গাছের তলায় অটোর মধ্যে শুয়ে আছেন অটো-বাইক চালক। এদের মধ্যে দক্ষিন কোতোয়ালীর নুরুজ্জামান বলেন, গরমে ভাল লাগছেনা, তাই ভাড়া মারা বাদ দিয়ে এই ছায়ায় গাড়ি রেখে বিশ্রাম নিচ্ছি। প্রচণ্ড গরমে কোন ভাবেই টিকে থাকা যাচ্ছেনা।' এদিকে বাজারে তরমুজ ও বেল ও লেবুর দাম বেড়ে গেছে। তরমুজ এক কেজি বিক্রি হচ্ছে ৪০ তেকে ৫০ টাকায়,বেল ৫০ থেকে ৮০ টাকা এবং লেবু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা হালি দরে। আবহাওয়া দফতর বলছে, তাপ প্রবাহ থাকবে আরো কিছুদিন। দিনাজপুরে বৃষ্টি পাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছেনা। গরমে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষেরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। চাপ বাড়ছে হাসপাতাল গুলোতে। দিনাজপুর ২৫০ ময্যা বিশিষ্ঠ জেনারেল হাসাপাতালের তত্বাবধায়ক ডাঃ ফজলুর রহমান বলেন,বেশি করে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইনসহ তরল খাবার গ্রহণ করতে হবে। পরামর্শ দিয়ে তিনি জানান, গরমে মানুষের শরীর তেকে প্রচুর পরিমান লবণ পানি বের হয়ে যাচ্ছে। রোদে ছায়ার মধ্যে থাকতে হবে, ছাতা নিয়ে ঘুরতে হবে।অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়াই উত্তম। দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোফাজ্জুর রহমান বলেন জানান, গত ১২ দিন ধরে দিনাজপুরে তাপমাত্রা ৩৫ থেকে ৩৯ ডিগ্রী সেলসিয়াসে উঠা নামা করছে। দিনাজপুরে বিকাল ৩ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাড়ে ৩৬.২ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও ৭এপ্রিল ৩৬ ডিগ্রী সেলসিয়াস, ৮এপ্রিল ৩২.৫ ডিগ্রী সেলসিয়াস, ৯এপ্রিল ৩৫ডিগ্রী সেলসিয়াস, ১০ এপ্রিল ৩৪ডিগ্রী সেলসিয়াস, ১১এপ্রিল ৩১.২ ডিগ্রী সেলসিয়াস, ১৩ এপ্রিল ৩৫.৬ডিগ্রী সেলসিয়াস, ১৪এপ্রিল৩৫.২ডিগ্রীসেলসিয়াস, ১৫এপ্রিল৩৭.২ডিগ্রী, ১৬এপ্রিল ৩৫.২ডিগ্রী সেলসিয়াস, ১৭এপ্রিল ৩৬.২ডিগ্রী সেলসিয়াস ও আজ (১৮ এপ্রিল) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.১ডিগ্রী সেলসিয়াস।
মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু