ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৪-০৮-১৮ ১৩:০৬:১৮
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) প্রদর্শক ও গবেষণা সহকারী সহ সকল পদের চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছে নিয়োগ বঞ্চিত কয়েক শত শত প্রার্থীরা। রবিবার ১৮ই আগষ্ট সকাল ১১টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে উপস্থিত প্রার্থীরা বলেন গত ২০২১ এর আগস্ট ও সেপ্টেম্বর মাসে এ সকল পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নানা জটিলতা কাটিয়ে প্রায় আড়াই বছর পরে গত ২৪/০৪/২০২৪ খ্রি: এ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শেষ হয়। বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ৪ বছর এবং ভাইভা শেষ হওয়ার আড়াই মাস পরেও চূড়ান্ত ফলাফল প্রকাশিত না হওয়ায ফলপ্রার্থী পরীক্ষার্থীবৃন্দ এই ফলাফলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এবং চিন্তিত। এ সময় ফলাফল প্রত্যাশীরা কয়েকটি দাবির কথা উল্লেখ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে, সর্বোচ্চ সংখ্যক শুন্য পদ পূরণ করতে হবে, প্যানেল গঠন করে শূন্য পদ পূরণ করতে হবে, দুর্নীতিমুক্ত মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নিউ প্রদান করতে হবে। পরিশেষে মাউশির প্রদর্শক, গবেষণা সহকারী সহ অন্যান্য পদের ফলাফল প্রত্যাশীগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্বারকলিপি করেন।
মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু