বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নীলফামারী সদর উপজেলা শাখার ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে মানিক রতন সভাপতি ও তারিফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে উল্লেখযোগ্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক হিসেবে বিপ্লব প্রধান, প্রচার সম্পাদক হিসেবে নুর ইসলাম ও অর্থ সম্পাদক হিসেবে নুর আলম রয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নীলফামারী সদর উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি মানিক রতন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা তৃণমুলে ছড়িয়ে দেয়াসহ দলকে শক্তিশালী করণে বিশেষ উদ্যোগ নেয়া হবে।
তিন বছরের জন্য একটি গঠিত হয়েছে বলে জানান তিনি।