ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নলছিটিতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • ঝালকাঠি প্রতিনিধি
  • ২০২৪-১২-২৬ ০৭:৫৫:৩৮

ঝালকাঠির নলছিটিতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ শে ডিসেম্বর) বেলা ১১ টায় নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় নাগরিক কমিটির আযোজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ওসমান বিন হাদি। 

তিনি বলেন, জাতীয় ঐক্যমতের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এ কমিটির মূল লক্ষ্য। অন্যদের মধ্যে বক্তব্য দেন মাহফুজুর রহমান তাহমিদ, আব্দুল্লাহ আল জাবির ও আব্দুল্লাহ আল তাকদীর প্রমুখ। এ সময় বক্তারা জাতীয় নাগরিক কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য বিশেষ করে জুলাই হত্যাকান্ডের বিচার নিশ্চিতকরণ এবং একটি ফ্যাসিবাদমুক্ত নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলোচনা করেন।

মোঃ খালেদ সাইফুল্লাহ'র সঞ্চালনায় সিরাজুল ইসলামের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করে সভার শুরু হয়। সভায় অংশগ্রহণকারীদের সক্রিয় মতামত এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের প্রস্তাবনা সভাকে কার্যকর করে তোলে। আয়োজক কমিটির পক্ষ থেকে সভার সফল সমাপ্তিতে সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানানো হয়। 

নরসিংদীতে টেক্সটাইল এলসি জালিয়াতি: রাজস্ব ফাঁকির কুচক্রী মহলের অপকর্ম
ইউপি সদস্যসহ ২০ আসামি গ্রেপ্তারের দাবিতে রাজাপুরে মানববন্ধন
নলছিটিতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত