ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০৪-২৩ ১০:৫৬:১৯
তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। মঙ্গলবার সকালে জেলা শহরের মুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নামাজের আয়োজন করে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ। সকাল ছয়টায় নামাজ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুন্সিপাড়া আহলে হাদীছ জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুস সামাদ। আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ বলেন, সারাদেশ তাপদাহে পুড়ছে। এমতাবস্থায় বৃষ্টি এবং তাপদাহ থেকে রেহাই পেতে ইসতিস্কার নামাজ আদায় করা হয়। এতে বিভিন্ন জন অংশ নেন।
মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু