ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বঙ্গবন্ধুর জাতীয় জুনিয়ার সাঁতার প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন
  • সাভার প্রতিনিধিঃ
  • ২০২৪-০৫-০৯ ০৯:০০:০০
বঙ্গবন্ধুর জাতীয় জুনিয়ার সাঁতার প্রতিযোগিতা ২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সাভার বিকেএসপিতে এই সাঁতার প্রতিযোগিতা করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন আ,ন,ম তরিকুল ইসলাম পরিচালক ক্রীড়া পরিদপ্তর ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সারা দেশে থেকে আসা বিভাগীয় জুনিয়যার সাঁতারুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সাঁতারে চ্যাম্পিয়ন পদক ৫ টি গোল্ড মেডেল পেয়েছে রাজশাহী বিভাগ। রানার্স আপ হয়ে ৪টি গোল্ড মেডেল জিতেছে খূলনা বিভাগ।
জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ
নারী ফুটবলারদের সমস্যা লিখিতভাবে চাইলেন ড. ইউনূস
রদ্রিই জিতলেন ব্যালন ডি’অর