ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীর ডিমলায় ভাতিজাকে হারিয়ে চেয়ারম্যান হলেন চাচা
  • নুর আলম, নীলফামারী:
  • ২০২৪-০৫-০৯ ০৮:৫৪:২৩
নীলফামারীর ডিমলায় ভাতিজাকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চাচা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। ঘোড়া প্রতিকে তিনি পেয়েছেন ২৭হাজার ২৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি উপজেলা যুবলীগের আহবায়ক ফেরদৌস পারভেজ আনারস প্রতিকে পেয়েছেন ২৬হাজার ৯১ভোট। তিনি জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতায় অংশ নেন। যদিও দুই প্রার্থী স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের আর্শিবাদ পুষ্ট হয়ে নির্বাচন করেছিলেন বলে জনশ্রæতি ছিলো। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, ২লাখ ২৭হাজার ৯৯৩টি ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭৪হাজার ৬৪৭জন। প্রয়োগকৃত ভোটের মধ্যে ৭২হাজার ৬৬৬টি ভোট বৈধ হিসেবে গণ্য করা হয়। অপর দুই প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম কাপ-পিরিচ প্রতিকে ৯হাজার ৬৬০ এবং অবসরপ্রাপ্ত কাষ্টমস কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মোটর সাইকেল প্রতিকে ৯হাজার ৫৯৫ ভোট পান। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা নুরে আলম জানান, ভাইস চেয়ারম্যান পদে ২৩হাজার ৫৩১ ভোট পেয়ে উত্তম কুমার রায় এবং নারী ভাইস চেয়ারম্যান পতে ৫৩হাজার ৩৬০ ভোট পেয়ে তৃতীয় বারের মত নির্বাচিত হয়েছেন আয়েশা সিদ্দিকা।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত