ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায় চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর:
  • ২০২৪-০৫-০৯ ০৯:০৫:৪৯
দিনাজপুরে ওষুধ বহনকারী পিক-আপ ভ্যানের ধাক্কায় চার্জার ভ্যানে সামসুল হক (৭০) নামে এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন,আরো তিনজন। আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল ৯ টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহসড়কের ফুলবাড়ী উপজেলার বারোকোনা মোড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত সামসুল হক (৭০) পার্বতীপুর হরিরামপুর আবাসনের বাসিন্দা মৃত মজিবর রহমানের ছেলে। তিনি পেশায় এজন মৎস্যজীবী। দুর্ঘটনায় ভ্যান চালকসহ অপর দুই যাত্রি গুরুত্বর আহতের ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীরা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) জানান, আব্দুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, 'আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত ব্যাক্তির মরদেহ উদ্ধার এবং আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছি।' ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান ঘটনা নিশ্চিত করে জানান, 'বিরামপুর থেকে ছেড়ে আসা ওষুধ বহনকারী পিক-আপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে বিরামপুর অভিমুখে যাওয়া চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যান থাকা এক যাত্রি নিহত হয়। পিক-আপের চালক ও সহকারি পলিয়ে গেছে। দূর্ঘটনায় পতিত পিক-আপ ভ্যানটি আমরা জব্দ করেছি। কোন অভিযোগ না থাকায়,নিহত ব্যাক্তির মরদেহ সুরতহাল শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী