ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
মানুষের সেবার ব্রত নিয়ে আমি রাজনীতি শুরু করি-সুমি
  • নুর আলম, নীলফামারী:
  • ২০২৪-০৫-০৯ ০৮:৫৭:২৮
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে সরকার ফারহানা আকতার সুমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। টেলিফোন প্রতিকে তিনি ৩১হাজার ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ আনারস প্রতিকে পেয়েছেন ২৩হাজার ১৩৪ভোট। রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার আব্দুল কুদ্দুস বেসরকারী ভাবে ফলাফল প্রকাশ করেন। সরকার ফারহানা আকতার সুমি বাংলাদেশ আওয়ামীলীগ নীলফামারী জেলা শাখার সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক(কল্যাণ ও পুর্নবাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নীলফামারীর ছয় উপজেলার মধ্যে এই প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সরকার ফারহানা আকতার সুমি। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, ২লাখ ৭হাজার ৫৮৮জন ভোটারের মধ্যে ১লাখ ৬হাজার ২৩১জন। এরমধ্যে বৈধ ভোট হিসেবে গণ্য হয় ১লাখ ৩হাজার ৪৫৩জন। রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, প্রতিদ্বন্ধি মদন মোহন সিংহ মোটর সাইকেল প্রতিকে ২৩হাজার ২৬ভোট, আব্দুল মালেক ঘোড়া প্রতিকে ৬হাজার ৯৩৫ভোট, এহছানুল হক দোয়াত কলম প্রতিকে ১হাজার ৮৬৮ ভোট, মঞ্জুরুল হক চৌধুরী কাপ পিরিচ প্রতিকে ৯হাজার ৮০৭ ভোট, মনোয়ার হোসেন হেলিকপ্টার প্রতিকে ২ হাজার ২৯৩ ভোট, রাকিব আহসান প্রধান কৈমাছ প্রতিকে ৪ হাজার ৯৬৯ ভোট পান। তিনি বলেন, শতকরা ৫১.১৮ ভাগ ভোট পড়েছে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে। প্রথম বারের মত নির্বাচনে অংশ নিয়ে জয়ের ব্যাপারে সরকার ফারহানা আকতার সুমি বলেন, এই জয় আমার নয়, উপজেলার সকল মানুষের। যে দায়িত্ব আমাকে দেয়া হলো তা যথাযথ ভাবে পালনের চেষ্টা করবো। মানুষের সেবার ব্রত নিয়ে আমি রাজনীতি শুরু করি, আজকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষ আমাকে আরো বেশি দায়িত্ব দিয়েছে। এটি ভুলবার মত নয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী