ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু  করতে স্মারকলিপি দেবে হাঙ্গার প্রজেক্ট
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৪-০৫-০৯ ০৮:৫৮:৪৪
ব্রাহ্মণবাড়িয়ায় হাঙ্গার প্রজেক্টের সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ণ সভা হয়েছে।  বুধবার শহরের একটি রেষ্টুরেন্টের হল রুমে এই সভা হয়। সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মিয়ার সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন ডিষ্ট্রিক্ট ফ্যাসিলেটর আকলিমা বেগম,এম্বাসেডর এস,এম শাহীন,এ বি এম মোমিনুল হক,জনাব নাসির,সদস্য মাইনুল ইসলাম চপল,হাসিনা আক্তার,এডভোকেট জেসমিন আক্তার, প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন নিহার রঞ্জন সরকার। সভায় উপজেলা পরিষদ নির্বাচন  অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠু যাতে হয় জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত হয়।  জেলা শান্তি শৃঙ্খলা রক্ষায় পূর্বের নেয়া কার্যক্রমের অগ্রগতি এবং নির্বাচনসহ পরবর্তী কার্যক্রমের পরিকল্পনাও করা হয় সভায়।  পাশাপাশি  বিভিন্ন সামাজিক অবক্ষয়,সংঘাত মুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাওয়া উপলক্ষে কাজ করার বিষয়ে আলোচনা হয়।  পিএফজি সদস্যদের ক্যাপাবল করার বিষয়ে প্রশিক্ষণ এবং  এবং স্হান নির্ধারণ বিষয়েও আলোচনা হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী