ঢাকা সোমবার, মে ১৩, ২০২৪
বেইলি সেতু দেবে মানুষের দূর্ভোগ
  • মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
  • ২০২১-০৮-২৫ ২৩:২৩:৫১

নরসিংদীর মনোহরদী উপজেলা সদর এবং গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মধ্যবর্তী ব্রহ্মপুর নদের উপর থাকা বেইলি সেতুর পাটাতন ভেঙে এক পাশে দেবে গেছে। গত শনিবার এ ঘটনার পর থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে যান চলাচল। এতে  দুই উপজেলার ব্যবসায়ী এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন।

প্রতিদিন প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যানসহ কয়েক হাজার ক্ষুদ্র যানবাহন চলাচল করে এই সেতুর উপর দিয়ে। সেতুর পূর্ব পাশে ময়লা-আবর্জনা রাখায় এবং পথচারীরা প্রস্রাব করায় স্টীলের পাটাতন ক্ষয় হয়ে যায়। ফলে ঝুঁকিপূর্ণ হওয়ায় দুইবছর আগে একবার মেরামত করা হয়েছিল। কয়েকদিন আগে আবারও পাটাতন ক্ষয় হয়ে দেবে গেছে। এতে স্থবির হয়ে গেছে দুই অঞ্চলের ব্যবসা-বানিজ্য এবং চলাচল।

স্থানীয়রা জানায়, প্রতিদিন দুই উপজেলার প্রায় অর্ধলক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই সেতু। দ্রুত মেরামত না করলে দু’পারের হাজার হাজার মানুষের জীবন যাত্রা স্থবির হয়ে যাবে। মানুষ এখন উপায় না পেয়েই ঝুঁকিপূর্ণ এই সেতুর উপর দিয়েই চলাচল করছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
খিরাটী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রশিদ পালোয়ান বলেন, ‘সেতুটি দেবে যাওয়ায় অনেক ভোগান্তিতে আছি। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। হেঁটে পাড় হতে ভয় লাগে। সেতুটি দ্রুত মেরামত করা প্রয়োজন।’

মনোহরদী উপজেলা প্রকৌশলী আব্দুস সাকের বলেন, ‘গুরুত্বপূর্ণ এই সেতুটি আমাদের আওতাভূক্ত ছিল। দুই মাস আগে গাজীপুর নির্বাহী প্রকৌশল বিভাগের আওতায় নেওয়া হয়েছে। তাছাড়া এখানে নতুন সেতু নির্মাণের প্রক্রিয়া চুড়ান্ত হয়েছে। আগামী দুইমাসের মধ্যেই দরপত্র আহবান করা হবে।’

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা প্রকৌশলী আবুল হাসনাত মুহিত বলেন, ‘আমি কভিডে আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছি। সেতু ক্ষতিগ্রস্তের বিষয়টি আমার জানা ছিল না। বেইলি সেতুটি পরিদর্শন করে অতি দ্রুত মেরামত করার ব্যবস্থা নেওয়া হবে।’

তীব্র প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়
নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ
দিনাজপুরে প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন
সর্বশেষ সংবাদ