ব্রাহ্মণবাড়িয়ায় গভ: মডেল গার্লস হাই স্কুলের নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২৪-১১-২৮ ০৫:২৫:৩০
- Print
ব্রাহ্মণবাড়িয়ায় গভ: মডেল গার্লস হাই স্কুলের ৬য়তলা বিশিষ্ট নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক দিদারুল আলম এ ভিত্তিপ্রস্থরের উদ্বোধন করেন। নির্বাচিত সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ৯ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে ৬তলা বিশিষ্ট বিদ্যালয়ের এ নতুন ভবণটি নির্মিত হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষাও আইসিটি মাহমুদা আক্তার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসাইন,জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সাধারন সম্পাদক মোবারক হোসেন , প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু,সাংবাদিক মোশারফ হোসেন বেলাল, সাংবাদিক এইচ এম সিরাজ,সাংবাদিক মজিবুর রহমান খান,ফরহাদুল ইসলাম পারভেজ,পায়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ,সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিহ্মক মোঃ বদিউজ্জামান, সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিহ্মক গিয়াস উদ্দিন মৃধা, উপস্হিত ছিলেন সব সিনিয়র শিক্ষকবৃন্দ ও লিটন, লোকমান,আতিক,কালাম প্রমুখ । এ সময় বক্তারা বলেন,বর্তমান সরকার শিক্ষার প্রসারে যুগান্তকরারী ভূমিকা পালন করে বলে অভিমত ব্যক্ত করেন।