ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ক্লাবের সূচনা
  • ঢাবি প্রতিনিধি:
  • ২০২৪-১২-১১ ০৬:২০:২৯

 ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ইতিহাসের প্রতি আগ্রহ তৈরি, ইতিহাস অধ্যায়ন ও গবেষণার সুযোগ করে দিতে এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্বে সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ক্লাব। নেতৃত্বে রয়েছেন  আবদুর রহিম,শেখ সাদী রাজন,সাজিদ ইসলাম, ইসরাত জাহান রাখী ও আতিকুজ্জামান রায়হানসহ আরও অনেকে।

রোববার (৮ ই ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সভার মাধ্যমে একটি প্রাথমিক আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এই ক্লাব।

এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবদুর রহিম ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুজ্জামান রায়হান।এছাড়াও যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শেখ সাদী রাজন, ইসরাত জাহান রাখী,সাজিদ হোসেন এবং সদস্য হিসেবে আছেন রাফি আহমেদ উৎস,পিয়াস হোসেন শাহিন,মো সায়িদ আহমেদ, আদিয়াত উল্লাহ, তামান্নাতুন নুর,নাজমুল আবরার সহ আরো অনেকে।


ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ক্লাব শিক্ষার্থীদের ইতিহাস সচেতন করা,শিক্ষার্থীদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরা, শিক্ষার্থীদের ইতিহাস পাঠে উদ্ধুদ্ধ করা, ইতিহাস নিয়ে সভা-সেমিনার,সিম্পোজিয়াম ও পাঠচক্রের আয়োজন করা,ইতিহাস কেন্দ্রীক গবেষণার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা,ইতিহাস বিষয়ক ষাণ্মাসিক ম্যাগাজিনের প্রকাশ এবং ইতিহাসবিদদের সাথে শিক্ষার্থীদের সংযোগ স্থাপনে কাজ করে যাবে।
 

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ক্লাবের সূচনা
ব্রাহ্মণবাড়িয়ায় গভ:  মডেল গার্লস হাই  স্কুলের নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ