ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
সৈয়দপুরে তিন ইট ভাটা থেকে চার লাখ ৩০হাজার টাকা জরিমানা আদায়
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-০১-২১ ২০:৫৩:০১
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল এলাকার নারজুমেরা খাতুনের মালিকানাধীন এবিএল ব্রিকস, কুজিপুকুর এলাকার আব্দুর রাজ্জাকের মালিকানাধীন এমএইচই ব্রিকস এবং জাহিদ সরকারের মালিকানাধীন ইউবিএল ব্রিকসয়ে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, অভিযানে অনুমোদনবিহীন ভাবে কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইট ভাটা পরিচালনা করায় তিন ভাটা মালিকের কাছ থেকে ৪লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন জানান, অভিযানে ইট ভাটার কিলনে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি নিয়ে আগুন নেভানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ