ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ হলেন কেওয়া স্কুলের প্রধান শিক্ষিকা ও সভাপতি
  • হাসিব খান, গাজীপুরঃ
  • ২০২৩-১০-১৮ ১৩:১১:৫৩
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব ফরিদা ইয়ামিন। এছাড়া বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে সেরা সভাপতি নির্বাচিত হয়েছেন একই স্কুলের সভাপতি কামরুল ইসলাম। গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের উপ-পরিচালকের কার্যালয় থেকে প্রতিযোগিতায় নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ বিভাগীয় বাছাই কমিটির সদস্য সচিব মীর্জা মোহাম্মদ হাসান খসরু ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় বাছাই কমিটির সভাপতি মোঃ দাবিরুল ইসলামের স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে এই ফলাফল জানানো হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামরুল ইসলাম বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার্থীর লেখাপড়ার মান, ঝরেপড়া শিক্ষার্থী বিদ্যালয়ে আনয়ন, ম্যানেজিং কমিটির সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের সেতুবন্ধন তৈরি, শিক্ষা উপকরণ, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও সুসজ্জিত দৃষ্টিনন্দন বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে উপজেলা, জেলা ছাড়িয়ে বিভাগীয় পর্যায়ে এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
গাজীপুরে বিনামূল্যে নারীদের ল্যাপটপ বিতরণ
বিসিএসআইআর স্কুল এন্ড কলেজের জাতীয় শিশু দিবস উদযাপন
ঝালকাঠি নার্সিং কলেজ  অতিথি শিক্ষকের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
সর্বশেষ সংবাদ