ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কক্সবাজারে বাস-মাইক্রো বাস সংঘর্ষে নিহত ২
  • কক্সবাজার প্রতিনিধি:
  • ২০২৪-০৪-২৯ ১০:০২:৩৭

কক্সবাজারের ঈদগাঁওতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত এবং আটজন হয়েছেন। হতাহতরা সকলে মাইক্রোবাসের যাত্রী।

সোমবার সকাল ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ওসি শুভরজ্ঞন চাকমা। তবে হতাহতদের নাম ও পরিচয় তিনি তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি। 

স্থানীয়দের বরাতে শুভরজ্ঞন চাকমা জানান, সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় কক্সবাজারগামী শ্যামলী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত এবং ৮ জন গুরুতর আহত হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈদগাঁও স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

ওসি জানান, নিহতদের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

হতাহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলে জানান শুভরজ্ঞন চাকমা।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী