ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
তাপদাহে নীলফামারীতে সড়কে পথচারীরা পেলো পানির বোতল
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-০৪-২৯ ১০:০৫:২১

নীলফামারীতে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর উদ্যোগে পানি বিতরণ করা হয়েছে পথচারীদের মধ্যে। 

সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে রিকসা, অটো, ভ্যান, ট্রাক, বাস চালক ছাড়াও সাধারণ পথচারীদের মধ্যে পানির বোতল বিতরণ করা হয়। 

এ সময় এনসিটিএফ এর যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার ইসলাম, উপদেষ্টা মাহবুব আলম ও শিশু গবেষক অন্তরা রানী রায় এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রুপম উপস্থিত ছিলেন। 

এনসিটিএফ এর যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার ইসলাম জানান, তাপদাহে পুড়ছে নীলফামারীতে। সড়কে সাধারণ মানুষ তৃষ্ণান্ত হয়ে পড়ছেন।  আমরা সংগঠনের পক্ষ্য থেকে পানির বোতল সরবরাহের উদ্যোগ নেই। যারই অংশ হিসেবে ইয়েস বিডির সহযোগীতায় ৫’শ মানুষের মাঝে পানির বোতল বিতরণ করি। 

পথচারীদের মধ্যে পানির বোতল বিতরণ কর্মসুচিকে স্বাগত জানিয়ে নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বলেন, তাপদাহে মানুষরা অতিষ্ঠ হয়ে পড়েছে। পথচারীরা পানির বোতল পেয়ে স্বস্তি পেয়েছে। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী