ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়তে হবে, নীলফামারীতে কর্মশালায় বক্তারা
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০৪-২৯ ১০:০৩:৩৯

‘মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ণ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিরোদা রানী রায়ের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফ উদ্দিন। 

জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, নীলফামারী প্রেসক্লাব সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম বক্তব্য দেন কর্মশালায়। 

মাদকের বিরুদ্ধে পরিবার থেকে আন্দোলন শুরু করা হলে মাদকে কেউ জড়াবে না উল্লেখ করে বক্তারা বলেন, মাদকের কুফলগুলো তুলে ধরতে হবে সম্মিলিত ভাবে। এজন্য প্রচার প্রচারণার বিকল্প নেই বলে জানানো হয়। 

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে না বলতে হবে। কোথায় মাদক কেনাবেচা হয়, কে সেবন করে এটি এলাকাভিত্তিক হয়ে থাকে। এজন্য সচেতনতা যেমন বাড়াতে হবে তেমনি  মাদকের তথ্য থাকলে প্রশাসনকে জানাতে হবে। 

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় সরকারী বিভিন্ন দফতর প্রধান, শিক্ষক ছাড়াও গণমাধ্যম কর্মীগণ এতে অংশ নেন। 

কর্মশালায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন সুপারিশ গ্রহণ করা হয়। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী