নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির পরিচিতি সভা সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়।
ভার্চুয়ালী যুক্ত থেকে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।
বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ও নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট অক্ষ্ময় কুমার রায় বক্তব্য দেন।
কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি রতন কুমার দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
রতন কুমার দাসকে সভাপতি ও ডাঃ কল্লোল কুমার কুন্ডুকে সাধারণ সম্পাদক করে সম্প্রতি ৫৫সদস্য বিশিষ্ট মহাশ্মশান পরিচালনা কমিটি গঠন করা হয়।
এছাড়া নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদকে প্রধান উপদেষ্টা করে ২১সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।