ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভোলায় ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২৩-০৩-২২ ১৪:২৯:৫৭
মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও মাহে রমজানকে স্বাগত জানিয়ে ভোলায় মিছিল করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর। বুধবার বিকেলে ভোলা হাটখোলা চত্ত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের আয়োজনে সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর -এর সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী। এসময় তিনি বলেন রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে রমজান সমাগত। রমজানের পবিত্রতা রক্ষা করা সকলের দায়ীত্ব। তাকওয়া অর্জনের এ মাসে তাকওয়াপূর্ণ পরিবেশ তৈরি করা সরকারের দায়ীত্ব। বরাবরের মতো সরকার এ দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সম্পূর্ণ বাহিরো চলে গেছে। তিনি সরকারকে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন- রমজানের পবিত্রতা রক্ষার্থে অশ্লীলতা বেয়াপনা নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। মজুদদার, মুনাফাখোর ও সিন্ডিকেটদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে এদের দমন করতে হবে।পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলায় হোটেল রেস্তোঁরা বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা এবং সকল প্রকার বেহায়াপনা বন্ধ রাখার দাবীতে রমজানকে স্বাগত মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মুহাম্মাদ আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্বাগত মিছিল পূর্বক সমাবেশে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি এম ওবায়দুর রহমান, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মুফতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, প্রচার সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, ছাত্র যুব বিষয়ক সম্পাদক এম সাইফুল ইসলাম, ইসলামি আন্দোলন সদর থানার সভাপতি এইচ এম আব্দুর রব, সাধারন সম্পাদক মাও ইমরান হোসেন, যুব আন্দোলনের সহ-সভাপতি এইচ এম হাবিবুল্লাহ সহ নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে একটি মিছিল হাটখোলা চত্বর থেকে বাংলা স্কুল মোড় হয়ে নতুন বাজার এসে সমাপ্ত হয়।
দুর্গোৎস শেষ হচ্ছে আজ
দিনাজপুরে কুমারী পূজায় ভক্ত-পূণ্যার্থীদের ভীড়; দেশ ও জাতির মঙ্গল কামনা
জিন শয়তান ও মানুষ শয়তান, দুটোই  মানুষকে দেয় কু-পরামর্শ করে পথভ্রষ্ট