ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
দিনাজপুরে ৫২০ গ্রাম হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১২-০৯ ০৯:০৪:৪৫

দিনাজপুরের পার্বতীপুর  বিরামপুরে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৫২০ গ্রাম হেরোইনসহ দুই নারী ও দুই পুরুষ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৩। এ সময় মাদক ব্যবহারকারী একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর র‌্যাব ১৩ এর পক্ষে সহকারি পরিচালক মিডিয়া অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ সংবাদ নিশ্চিত করেছেন। 

আটক মাদক ব্যবসায়ী মুরাদ রহমান মিম (২২), দিনাজপুর পৌর এলাকার পাক পাহাড়পুর গ্রামের বাসিন্দা।  আশিকুর রহমান ফাহিম  (২২) ঠাকুরগাও পীরগঞ্জের পালিগাও গ্রামের বাসিন্দা।  

নারী মাদক কারবারী হল  মাজেদা বেগম (৪২) রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার  খুটি পাড়া বাসিন্দা এবং  মোছাঃ হাসিনা ওরফে ফেরদৌসী (৪৮) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার  ভাটো পাড়ার বাসিন্দা।

দিনাজপুর র‌্যাব-১৩ অধিনায়ক জানান গত  (৮ ডিসেম্বর) দিনাজপুরের  পার্বতীপুর টু বদরগঞ্জ পাকা রাস্তার উপর রামনাথপুর ইউনিয়নস্থ’ মোড়ে চেকপোষ্ট স্থাপন করে মোটর সাইকেল আরোহী মুরাদ রহমান মিম ও আশিকুর ইসলাম তল্লাসী করে ৩০৫ গ্রাম হেরোইনসহ  গ্রেফতার করে । 

তিনি আরোও বলেন একদিন গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন পৌরসভাস্থ বিরামপুর রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পার্শ্বে মসজিদের সামনের “ভাই ভাই ট্রেডার্স” নামক বিকাশের দোকানের সামনে । মাজেদা বেগম (৪০) ও । মোছাঃ হাসিনা ও ফেরদৌসী (৪৮) কে ২১৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয় । 

 বদরগঞ্জ ও  বিরামপুর  থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে  থানা পুলিশের নিকট হস্তান্তর করেছেন বলেও দিনাজপুর  র‌্যাব ১৩ এর পক্ষ থেকে নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ