ঢাকা সোমবার, মে ১৩, ২০২৪
ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস
  • ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • ২০২৪-০৪-২৮ ০৪:১৪:৪৭

"স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ - বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর  পরিবেশে  ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস - ২০২৪। রবিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দিবস টি পালন করা হয়।

দিবস টি উপলক্ষে শুরুতেই সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপরে লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ সাইফুজ্জামান হিরো।এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক উপস্থিত ছিলেন । 

পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: সাইফুজ্জামান হিরো'র সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জামাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম, লিগ্যাল এইড অফিসার ( সহকারী জজ)  আবু বকর সিদ্দিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: জয়নাল আবেদীন,সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. এনতাজুল হক, পাবলিক প্রসিকিউটর এ্যাড. শেখর কুমার রায়,সরকারি কৌশলী আলতাফুর রহমান, প্রেসক্লার সভাপতি মনসুর আলী  প্রমুখ।

এছাড়াও এসময় বিচারকবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্যানেল আইনজীবী সহ বারের আইনজীবীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন এনজিওর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । 

সবশেষে লিগ্যাল এইড বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ