ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আনসার সদস্যের কোলে চোরে ভোট দিলেন ইয়াকুব আলী
  • সুলতান মাহমুদ, দিনাজপুর:
  • ২০২৪-০৪-২৮ ০৪:২৬:১০

দিনাজপুর বিরল  উপজেলার বিরল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুনিয়াদপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করতে এসেছেন ইয়াকুব আলী(১০৫)

আজ রবিবার সকাল সাড়ে আটটার মধ্যেই ভোটকেন্দ্রে চলে এসেছেন ইয়াকুব আলী।

আনসার সদস্যের কোলে উঠে ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন। ইয়াকুব আলী দাবি করেন তার বয়স ১০৫ বছর। এটি তার জীবনের শেষ ভোট হতে পারে বলে আশা করছেন তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত।

ইয়াকুব আলী বিরল উপজেলার বিরল ইউনিয়নের মাদকবাটি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন স্থানীয় মসজিদের মোয়াজ্জেম হিসেবে কাজ করেছেন।

ভোটকেন্দ্রের আনসার সদস্যদের আন্তরিকতা দেখে এবং তাকে সহযোগিতা করার জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনসার সদস্য বলেন এমন একজন বয়স্ক ভোটার কে পেয়ে এবং তার প্রতি একটু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী