ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ঠাকুরগাঁওয়ে আটটি ঘর আগুনে পুড়ে ছাই, দুইটি গরু ও পাঁচটি ছাগলের মৃত্যু
  • ঠাকুরগাঁও প্রতিনিধ :
  • ২০২৪-০৪-২৮ ০৪:১৩:৩৪

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ৪টি পরিবারের আটটি ঘর ছাই হয়েছে।এ সময় দুইটি গরুর ও ৫টি ছাগলের মৃত্যু হয়েছে। ১০ টি গরু মারাত্মকভাবে আহত হয়। শুক্রবার ভোরে সদর উপজেলার আকচা ইউনিয়নের ফারাবাড়ি পন্ডিতপাড়া গ্রামে খতিবর রহমানের খামারে কয়েলের আগুন থেকে  এ অগ্নিকাণ্ডে সূত্রপাত ঘটে । এ ঘটনায়  প্রায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

স্থানীয়রা জানান, ভোররাতের দিকে গরুর খামারে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনসহ আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরমধ্যেই  ৮ টি ঘর,  ২ গাভী ও ৫ টি ছাগলের  মৃত্যু হয়। 

গরুর খামারের মালিক খতিবর রহমান বলেন, ‘ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই খামারে আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে তা জানি না। তবে কয়েলের আগুন  থেকে সূত্রপাত হতে পারে । 

আকচা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বলেন, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ভাবে সাহায্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত