ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
মোবাইলে কথোপকথনকালে কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু
  • কক্সবাজার প্রতিনিধি:
  • ২০২৪-০৪-২৮ ০৪:১৬:৪৬

কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণকালে মোবাইল ফোনে কথা বলার সময় হঠাৎ বেহুশ হয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল পৌনে৯ টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটেছে বলে জানান সাগরে গোসলরত পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি।

মৃত পর্যটক মতিউর রহমান (৪০) কুমিল্লা জেলার বুড়িশ্চং এলাকার বাসিন্দা।

ওসমান গণি বলেন, শনিবার সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে সী সেইফ লাইফ গার্ডের কর্মিরা গোসলরত পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বরত ছিল। সকাল পৌনে ৯ টার দিকে সৈকতের বালিয়াড়িতে জনৈক পর্যটক ঘুরাঘুরি করছিলেন। এক পর্যায়ে ফোনে কথা বলার সময় ওই পর্যটক বালিয়াড়িতে ঢলে পড়ে অচেতন হন। 

তিনি জানান, “এসময় সেখানে কর্তব্যরত লাইফ গার্ড কর্মিরা ঘটনাটি দেখতে তাৎক্ষণিক ওই পর্যটককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ( আরএমও ) মো. আশিকুর রহমান বলেন, সকাল ৯ টার পরপরই সৈকতের লাইফ গার্ড কর্মিরা অবস্থায় এক পর্যটককে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আনার আগেই পথিমধ্যে তার মৃত্যু ঘটে।

প্রাথমিকভাবে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে বলে ধারণার তথ্য দিয়ে তিনি বলেন, “ তীব্র গরমে হিটস্ট্রোক নাকি অন্য কোন রোগে মারা গেছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। “

নিহত পর্যটকের মৃতদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান আশিকুর রহমান।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী