ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায়: দিনাজপুরে ৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২৪-০৪-২৮ ০৪:২২:২০

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে  অংশ নেওয়ায় দিনাজপুরে ৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

জেলার ঘোড়াঘাট, হাকিমপুর ও বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে তারা অংশ নিয়েছেন। ওই নেতাকে প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বিএনপি বহিষ্কার করেছে।

শুক্রবার ( ২৬ এপ্রিল)  রাতে প্রাপ্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে। 

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। 

 বহিষ্কৃতরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন (চেয়ারম্যান প্রার্থী), ঘোড়াঘাট উপজেলা যুবদলের যুব বিষয়ক সম্পাদক মো. সেলিম (ভাইস চেয়ারম্যান প্রার্থী), হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোসা. পারুল নাহার (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী), বিরামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই (ভাইস চেয়ারম্যান প্রার্থী) ও বিরামপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. উম্মে কুলসুম বানু (মহিলা ভাইস চেয়ারম্যান)। 

এবিষয়ে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি জানিয়েছেন,, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বর্তমান সরকারের অধীনে প্রহসনের কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত বিএনপির একটি চলমান আন্দোলন। কিন্তু যারা এই সিদ্ধান্তকে উপেক্ষা করেছে, তারা বিএনপির চলমান এই আন্দোলনের প্রতি কুঠারাঘাতের শামিল। তাই তারা দলের জন্য কোনো মঙ্গল বয়ে আনতে পারে না। তাদের দিয়ে দল চলেনা।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী