ঢাকা শনিবার, মে ১১, ২০২৪
মেড ইন বাংলাদেশ- হুন্ডাই গাড়ি নতুন বছরে রাস্তায় নামবে
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২২-১২-০২ ১০:২২:২২
সব নতুন CRETA 2023 SUV এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। ফেয়ার টেকনোলজি লিমিটেডের ডিরেক্টর এবং সিইও মুতাসিম দাইয়ান বৃহস্পতিবার বিকালে তেজগাঁওয়ের Hyundai 3S সেন্টারে একটি মিডিয়া মিটে এই অত্যন্ত আকর্ষণীয় SUVটি উন্মোচন করেন। মোড়ক উন্মোচনের সময় মিঃ দাইয়ান বলেন, বাংলাদেশের গ্রাহকদের কাছে রাষ্ট্রীয় প্রযুক্তির শিল্পকে পরিচয় করিয়ে দিতে ফেয়ার টেকনোলজি অল নিউ ক্রেটা 2023 নিয়ে এসেছে। এটি গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে অনেক বেশি। তিনি আসল খুচরা যন্ত্রাংশ এবং বিশ্বমানের বিক্রয়োত্তর পরিষেবার প্রাপ্যতার আশ্বাস দেন। ক্রেটাতে একটি রেডিয়েটর গ্রিল সহ একটি ১.৫ লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে। এটিতে ১৭ ইঞ্চি ডায়মন্ড অ্যালয় রিম, একটি প্যানোরামিক সানরুফ এবং একটি ১০.২৫ ইঞ্চি উন্নত ক্লাস্টার রয়েছে। এসইউভিতে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ট্রান্সমিশন এবং অন্যান্য অনেক উন্নত প্রযুক্তি রয়েছে। উল্লেখ্য, ফেয়ার টেকনোলজি সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাই-টেক পার্কে হুন্ডাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করেছে। ফেয়ারের মতে,'মেড ইন বাংলাদেশ' হুন্ডাই যাত্রীবাহী যান আগামী বছরের শুরুর দিকে রাস্তায় নামবে। ক্রেটার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে, ঘোষণা করা হয় যে ফেয়ার টেকনোলজি গাজীপুরের কালিয়াকৈরে তার হুন্ডাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে হুন্ডাই সেডান এবং এসইউভি উৎপাদন করবে। এসব যাত্রীবাহী গাড়ির পাশাপাশি গ্রাহকরা পাবেন আসল খুচরা যন্ত্রাংশ ও বিক্রয়োত্তর সুবিধা।
ডায়াবেটিক সমিতি ও আইএফআইসি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক
সফলভাবে অনুষ্ঠিত হলো বাক্কো মেম্বারস মিট ২০২৪
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও এক্সপার্টো লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সর্বশেষ সংবাদ