ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
২৩ নভেম্বর ১০০ স্বঘোষিত মাদক ব্যবসায়ীর রায়
  • শাহেদুল্লাহ কায়সার, কক্সবাজার
  • ২০২২-১১-১৫ ০৬:৪১:২৯

এ বছরের ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ১০০ স্বঘোষিত মাদক ব্যবসায়ীর বিচারের রায়। গতকাল কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ সময় ঘোষণা করেন।

রায়ে বিচারক ইতিমধ্যে আদালতের আদেশে জেল থেকে বেরিয়ে আসা ১৭ মাদক ব্যবসায়ীর জামিন বাতিল করেছেন। পরে তাদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি মাদক ব্যবসা বিশেষ করে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন ১০২ মাদক ব্যবসায়ী। এদের মধ্যে একজন কারাগারে মারা গেছে এবং অন্য একজন অবৈধ মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে খুন হয়েছে।

কক্সবাজার জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

১৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কুতুবদিয়ার এলপিজিবাহী জাহাজের আগুন
২৩ নভেম্বর ১০০ স্বঘোষিত মাদক ব্যবসায়ীর রায়
আশ্রয়কেন্দ্রে গিয়েও মানবেতর জীবনযাপন মানুষে-পশুতে একাকার, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি