ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
বেশি দামে চিনি বিক্রি করায় গুণতে হলো জরিমানা
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-১০-১৯ ১১:৩৪:৫০
সিরাজগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায়, মূল্য তালিকা না থাকায়, আমদানি বিহীন কস্মেটিক রাখায় ৫ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৯ অক্টোবর) সকালে সদর উপজেলার কড্ডারমোড় বাজার তদারকি অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো.মাহমুদ হাসান রনি। অভিযান সূত্রে জানা যায়, চিনি দাম নির্ধারিত মূল্য ৯০ টাকা খোলা, বেশি দামে বিক্রি করায় শেখ ইন্টারপ্রাইজ (লিটন শেখ), কে ৩০ হাজার,কড্ডারমোড়ে অবস্থিত ভাই ভাই এন্টারপ্রাইজ মালিক আব্দুল খালেককে ৫০ হাজার , আব্দুল করিম ট্রেডার্স( চালের দোকানে মুল্য তালিকা না থাকায়) কে ১০ হাজার, ইমরান ইন্টারপ্রাইজ কে মূল্য তালিকা না থাকায় ৩৮ এ ৬ হাজার, লিসিথা কস্মেটিক আমদানি বিহীন কস্মেটিক রাখায় ২ হাজার,আলামিন মেডিকেল হল কে ফিজিশিয়ান স্যম্পল রাখায় ২ হাজার সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক মো.মাহমুদ হাসান রনি বলেন, জরিমানা করার সাথে ওই সব দোকান মালিককে সচেতন করা হয়েছে। এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাসুদুর রহমান সহ পুলিশ গণ উপস্থিত ছিলেন।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ