ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশী কিশোর নিহতের লাশ হস্তান্তরের জন্য বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৯-১০ ০৪:৫৬:২৭
দিনাজপুর সদরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক মিনারুল ইসলাম মিনারের লাশ হস্তান্তরের জন্য বিএসএফ এবং বিজিবির মধ্যে পতাকা বৈঠক শেষ হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে দাইনুর সীমান্তের জিরো পয়েন্টে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়নের ইউপি সদস্য মাজেদুর রহমান পতাকা বৈঠক ও মিনারুল ইসলামে লাশ হস্তান্তরের প্রক্রিয়ার সংবাদটি নিশ্চিত করেছেন। ইউপি সদস্য মাজেদুর রহমান বলেন, দাইনুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি র সাথে আমিও জিরো পয়েন্ট এলাকায় বিএসএফের সাথে পতাকা বৈঠকে মিলিত হয়েছিলাম। ভারতীয় সীমান্ত ফোর্স বিএসএফ নিহত মিনারুল ইসলামের লাশের ছবি আমাদেরকে দেখালে আমার সাথে থাকা নিহত মিনারুলের বাবা জাহাঙ্গীরও উপস্থিত থাকায় আমরা দুজনেই মিনারুলের লাশ শনাক্ত করি। পরে বিএসএফ এর নিকট লাশ ফেরত চেয়ে পুনরায় একটি আবেদন করা হয়। এই আবেদনটি পতাকা বৈঠকের পর বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে। বিএসএফ এর করাত দিয়ে ইউপি সদস্য মাজেদুর আরোও বলেন বিএসএফ ভারতীয় পুলিশ সদস্যের নিকট লাশ ময়না তদন্তের পর হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন। এখন দুই দেশের পুলিশের সাথে আলোচনা করার পর আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য বুধবার দিবাগত মধ্যরাতে দিনাজপুর সদরের দাইনুর সীমান্তে ৩১৪/৪এক পিলারের উত্তরে এই ঘটনা ঘটে। নিহত কিশোর মিনারুল ইসলাম মিনার(১৭)সে জেলা সদরের খানপুর ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর আলম ছেলে। সে খানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা গেছে, নিহত কিশোরসহ আরও কয়েকজন একত্রে রাতের বেলা ঘুরতে গেলে সীমান্তের কাঁটাতারের বেড়ার নিকটবর্তী হলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই মিনারুল ইসলাম মিনার নিহত হয়। মিনারের গুলিবিদ্ধ লাশ ফেলেই অন্যান্যরা পালিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে ভারতের সীমান্তে মিনারের লাশ বিএসএফ তুলে তাদের ক্যাম্পে নিয়ে যায়। বর্তমানে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ