ঢাকা রবিবার, মে ১২, ২০২৪
ফরিদপুর জিলা স্কুলের ০২ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২২-০৫-০১ ১১:২৩:৫৬
ফরিদপুর জিলা স্কুলের ২০০২ ব্যাচের বন্ধু মহলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১লা মে)২৯ রমজান রবিবার শহরের বেল পিয়াতো চাইনিজ রেষ্ট্রুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় দুই যুগ পরে ফরিদপুর জিলা স্কুলের ২০০২ শিক্ষাবর্ষের প্রায় শতাধিক শিক্ষার্থীরা এ ইফতার মাহফিলে অংশ নেয়। করোনার প্রকোপ কিছুটা স্বাভাবিক হওয়ায় সকল বন্ধুরা একত্রিত হওয়ার লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে এ ইফতারের আয়োজন করা হয়। নানা কর্ম ব্যস্তায় ২০০২ ব্যচের বন্ধুরা দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করায় সকলে একত্রিত হওয়ার সুযোগ তৈরী হয়নি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১সপ্তাহের মতো ছুটি থাকায় নারীর টানে বাড়ি ফিরে সবাই। আর সেই উপলক্ষে সকল বন্ধুরা একত্রিত হয় । ফলে দীর্ঘদিন পরে বন্ধুদের সাথে দেখা হবার আগ্রহে বিকাল ৫ঃ৩০মিনিট হতেই চাইনিজ রেষ্ট্রুরেন্টে হাজির হতে থাকে সবাই। দীর্ঘ ২১ বছর পরে স্কুল বন্ধুদের সাথে ফরিদপুর জিলা স্কুলের প্রভাতী ও দিবা শাখার প্রায় শতাধিক শিক্ষার্থী একসাথে ইফতার পার্টিতে যোগদান করায় সেখানে পরিনিত হয় এক মিলন মেলায়। সে সময় স্কুল বন্ধুদের কাছে পেয়ে সকলের সাথে সকলের কুশল বিনিময় করার পাশাপাশি স্কুল জীবনের স্মৃতিচারন করেন তারা। এসময় ফরিদপুর জিলা স্কুলের বন্ধু মহলের নোমান হাসনাত , লিটন, বিকাশ কর্মকার, রবিন, মাসুম, ফিরোজ, রবিন, সাকি, সিহাব, বিপু, সাব্বির, নাইম, লিখন, রায়হান, রাসেল, বাবু, লিঙ্কন, কাওসার সজীব, সামাদ সোহেল, তপু দাস, অতুনো দত্ত, জিকো, সুমন, এ্যামিল খান, ছালেহ্ মোহাম্মদ সৌদ, সম্রাট, সোহাগ জামান, আহ্সান জনি, মুন, দিপ, রাজিব পাল শুভঙ্কর, তাজিন, সাজিদ, যুবরাজ, কায়েস, তমাল, রোমান, ইকরাম, রইছ, শাকিল, ইমরান, বান্না, সোহেল, সন্দিপন, নাহিদ, রিপন, ডলার, সাকিব, অপু, উজ্জল, শুভ, আবু সায়েম খান, রাকিব, সাগর, সৈকত, রাকিব ম্যানেজার রাসেল, পিয়াল, শিমুল, গনি রাসেল, ফয়সাল রবিন, তনু, সাজ্জাদ মামুন, হাসনাত, উজ্জল, সনেট, উৎপল দত্ত, শরীফ ওমর ইমরান বাবু, শাইদুল, ফাহাদ ইসলাম, গৌরব বাগচি, প্রতিক ঘোষ, রিফাত, রাহী মোজাফ্ফর, অসিত সরকার, হাসনাত, শিমুল, ইমরান বাবু, প্রতিক, সোহেল, নাজমুল, কায়েস, কাইয়ুম গালিব, টুটুল, শুভ, সামাদ, রাজু, উজ্জ্বল, লিমন, মাসুম, সুমন, শান্ত, নাইম, সুমন, ইমরান, মৃদুল, নোমান, রাজু, সোয়াদ ও বিধানসহ প্রায় শতাধিক বন্ধু এসময় উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মুহুর্ত্বে সকল বন্ধুদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ- জাতির শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে সকলে মিলে ইফতার ও নৈশভোজ সম্পূর্ন করে। এর আগে বিকাল ৫টায় প্রানের স্কুল ফরিদপুর জিলা স্কুলে সকল বন্ধুরা একত্রিত হয়ে আড্ডায় মেতে উঠে।
সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ