ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৩-১২-২০ ০৬:৩২:২৭

ইসরাইল কর্তৃক প্যালেস্টাইনে নির্বিচারে ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে বিশ্বে বিবেকের কাছে আকুল আবেদন জানিয়ে দিনাজপুরে কোমলমতি শিশু শিক্ষার্থীরা শহীদ মিনারের পাদদেশে অবস্থান,মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বারকলিপি দিয়েছে।

আজ বুধবার ( ২০ ডিসেম্বর)  বেলা ১২টায় দিনাজপুর স্কুল অব লিব্যয়েটরস এর প্রায় দুই শতাধিক শিশু শিক্ষার্থী ইসরাইল কর্তৃক প্যালেস্টাইনে নির্বিচারে ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান সম্মিলন ব্যানার,ফেস্টুন,প্লেকার্ড,দু'দেশের জাতীয় পতাকা নিয়ে শহীদ মিনারের পাদদেশে অবস্থান নেয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিছুক্ষণ  মানববন্ধন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বারকলিপি দেয় তারা। স্মারকলিপিতে শিশু শিক্ষার্থীরা ইসরাইল কর্তৃক প্যালেস্টাইনে নির্বিচারে ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে বিশ্বে বিবেকের কাছে আকুল আবেদন জানায়।

স্মারকলিপিতে উল্লেখ করে,"আমরা দিনাজপুর স্কুল অব লিব্যয়েটরস এর শিশু শিক্ষার্থী। আমরা প্রতিদিন স্কুলে আসি। মা বাবা আমাদের স্কুলে দিয়ে যায়। আমরা সারাদিন আনন্দঘন পরিবেশে স্কুলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা, মানবিকতাসহ জ্ঞান অর্জনমূলক শিক্ষা গ্রহণ করে থাকি। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধাম এবং সোশাল মিডিয়ার কল্যাণে প্রতিদিন দেশে- বিদেশে কোথায় কি ঘটে চলেছে সেই সংবাদ আমরা জানতে পারি। সাম্প্রতিককালে চলমান স্বাধীন প্যালেস্টাইনের উপরে ইসরাইল এর আক্রমন, ভান্ডব, নির্বিচারে বিরামহীনভাবে বোমাবর্ষণ, হাজার হাজার নিরীহ নারী, শিশুসহ মানুষ হত্যা বিশ্ব বিবেকের মত আমাদের শিশু হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে। ইসরাইল নামক দেশটি দীর্ঘ প্রায় দুই মাস ধরে ফিলিস্তিনিদের উপরে চরম অমানবিক বর্ণমোচিত এই হত্যা ও ধ্বংসযজ্ঞ আন্তর্জাতিক যুদ্ধ আইন তথা জেনেভা কনভেনশন, জাতিসংঘ রেজুলেশন চরমভাবে লংঘন করে চলছে। জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচারিত ও প্রকাশিত সংবাদ ও ছবিগুলো দেখে আমায়া শিশুরা মানসিকভাবে ট্রমাটাইজড হয়ে পড়েছি।

 হাজার হাজার ফিলিস্তিনি শিশু ও নারীদের মৃত্যু, আহত হওয়ার চিৎকার, কান্না, আহাজারী দেখে মনে হচ্ছে আমরা বাংলাদেশের শিশুদের শরীর থেকেই যেনো রক্ত ঝরছে। জ্ঞানের ঘর বাড়ী, স্কুল, হাসপাতালগুলো যেভাবে ইসরাইলের বোমার আঘাতে ফধ্বংস হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে আমাদেরও বাড়ী-ঘর স্কুল কলেজ হাসপাতালগুলো ইসরাইলের বোমার আঘাতে মাটির সাথে গুড়িয়ে যাচ্ছে। গত প্রায় দুই মাস যাবত ফিলিস্তিনি নারী ও শিশুদের উপরে চলমান ইসরাইলের এ ধরণের নারকীয় হত্যাযজ্ঞ ও তান্ডবদৃশ্য সংবাদ ও ছবি স্কুল ক্লাশরুম, পড়ার টেবিল, বই-পুস্তক, খেলার মাঠ থেকে আমাদের মনোযোগ কেড়ে নিয়েছে। আমরা বাংলাদেশের দিনাজপুরের শিশুরা ভীষণ মানসিক যন্ত্রনায় আজ রাস্তায় বের হয়েছি। পড়ালেখা করতে পারছি না।

আমরা দিনাজপুর স্কুল অব লিবারেটরস এর শিক্ষার্থীরা অবিলম্বে প্যালেস্টাইনে নারী ও শিশুদের উপরে একতরফাভাবে। ইসরাইলী আক্রমন বন্ধের জন্য বিশ্ব বিকের কাছে দাবি জানাচ্ছি। আমাদের শিশুদের। খামিনীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে জাতিসন্ধেসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে স্কুলে যা এই দাবি আপনার মাধ্যমে বাংলাদেশের বয়ার আকুল আবেদন জানাচ্ছি।"

সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ