ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে ‘সাংবাদিক ও রাজনীতিবীদদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-০৪-২৮ ১১:১৪:৫৫
নীলফামারীতে ‘সাংবাদিক ও রাজনীতিবীদদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমক্রেসিওয়াচের অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। রবিবার জেলা শহরের নতুন বাজারস্থ ডেমক্রেসিওয়াচ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অপরাজিতা জেলা নেটওয়ার্কের সভাপতি দৌলত জাহান ছবি। রাজনৈতিক নেতাদের মধ্যে জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শাহজাহান আলী চৌধুরী, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি তপন কুমার রায়, নারী জনপ্রতিনিধিদের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি ও সৈয়দপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার লাকি এবং নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন। এছাড়া বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য রোমানা বেগম, গোড়গ্রাম ইউনিয়নের সাবেক নারী ওয়ার্ড সদস্য মাসুদা আকতার মিনি এবং কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী শিল্পি রানী ও নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী শিউলি আক্তার বক্তব্য দেন। গোড়গ্রাম ইউনিয়নের সাবেক নারী ওয়ার্ড সদস্য মাসুদা আকতার মিনি বলেন, রাজনৈতিক দলগুলোয় এখোনো শতকরা ৩৩ভাগ কোটা অনুসরণ করা হয়নি, নির্বাচিত হয়েও ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত রয়েছে এমনকি নির্বাচনের ক্ষেত্রেও প্রার্থী বাছাইয়ে নারীদের মুল্যায়ন করা হচ্ছে না। ইউনিয়ন পরিষদ এমনকি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য অনেক নারী রয়েছেন অথচ দলীয় ভাবে অগ্রাধিকার পাচ্ছেন না। এরফলে নারীরা এখোনো পিছিয়ে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে অথচ সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিতে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। ডেমক্রেসিওয়াচ এর জেলা কো-অর্ডিনেটর কামাল হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন ডেমক্রেসিওয়াচের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নরুন নবী যুগল। অন্যান্যের মধ্যে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এনা, কিশোরগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা হক সাথী ও ডেমক্রেসিওয়াচ এর জেলা কো-অর্ডিনেটর নাদিরা আখতার বক্তব্য দেন। জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এনা বলেন, নারীদের অধিকার বাস্তবায়ন এবং নারীদের সবক্ষেত্রে সক্ষমতা বাড়াতে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। নীলফামারী সদর উপজেলা ছাড়াও কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার অপরাজিতাগণ এতে অংশ নেন।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত