ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
ফরিদপুরে বেসরকারী ক্লিনিকে আয়া দিয়ে সিজারিয়ান অপারেশন করায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন
  • ফরিদপুর প্রতিনিধি:
  • ২০২২-০১-২০ ০৩:০২:৩৫

ফরিদপুরে আরামবাগ ও আল মদিনা হাসপাতালে আয়া দিয়ে সিজারিয়ান অপারেশন করার সময় ২ নবজাতকের কপাল কাটা এবং হাত ভেঙ্গে ফেলায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিভিন্ন সংগঠন ও ভুক্তভোগী পরিবার ।

আজ (২০ জানুয়ারী) সকাল ১০টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি এ্যাড. শিপ্রা গোস্বামী, নাগরিক মঞ্চের সাধারন সম্পাদক পান্না বালা, সংবাদ উপস্থাপক রিশান মাহমুদ রনিসহ, নন্দিতা সুরক্ষা সংগঠনের সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমিসহ ভুক্তভোগী পরিবারের স্বজনেরা। এসময় বক্তারা অবিলম্বে ফরিদপুরের ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারগুরোর সেবার নামে চিকিৎসা বানিজ্য বন্ধের দাবী জানান। সেই সাথে শিশু দুটির শারীরিক ক্ষতি সাধন করায় দোষীদের দৃষ্টান্তমূলোক শাস্তির দাবী জানান।

সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ