ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল বাংলাদেশ ই সেবা ক্যাম্পেইন-২০২১ এর উদ্বোধন
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২১-১১-৩০ ০৪:৩৬:২৭

ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ ই সেবা ক্যাম্পেইন-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এটুআই, তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এতে জেলা প্রশাসক হায়ত উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শেখ শহিদুল ইসলাম। 

এ সময় প্রধান অতিথি মোকতাদির চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক ভূমিকার ফলে দেশের প্রতিটি ক্ষেত্রই ডিজিটালাইজেশন করা হয়েছে। তথ্য ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে। বিশেষ করে ডিজিটাল প্লাটফর্মের কারনে তরুণ উদ্যোক্তারা নিজেদের আর্থ-সমাজিক পরিবর্তনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার এই ডিজিটাল প্লাটফর্মকে আরো গতিশীল করতে এবং জনজীবেন এর উপকারিতা শতভাগ পৌছে দিতে বহু পদক্ষেপ বাস্তবায়ন করছে। তিনি মানুষকে ডিজিটাল ব্যবস্থার সঠিক ব্যবহারের মাধ্যমে এগিয়ে যেতে আহবান জানান। পরে অতিথিবৃন্দ কেক কেটে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন করেন।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ