পাবনায় আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতা
- পাবনা প্রতিনিধিঃ
-
২০২১-১০-২৬ ০৮:৫০:৩০
- Print
অনৈতিক সম্পর্কের অভিযোগে পাবনার আমিনপুরে এক ছাত্রদল নেতাকে গণধোলাই দিয়েছে সাধারণ জনগন।
সোমবার(২৫ অক্টোবর) দুপুরে রুপপুর ইউনিয়নের ভূয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
গণধোলাইয়ের শিকার ওই ছাত্রদল নেতা হলেন পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও বেড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা(৩২)।
তিনি মাসুমদিয়া ইউনিয়নের পাইকান্দী গ্রামের মোঃ আজাহার সরদারের ছেলে এবং বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন এর আপন ভাতিজা।
এলাকাবাসীরা জানান,কিছুদিন ধরে রুপপুর ইউনিয়নের প্রবাসী আলমাসের স্ত্রী দুই সন্তানের জননী মরিয়ম আক্তারের সাথে মাসুদ রানার পরকীয়া সম্পর্ক চলছিল। গতকাল দুপুরে ভূয়া পাড়ায় ওই গৃহবধুর (পাতানো) ভাইয়ের বাসা থেকে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় জনতা। পরে মাসুদ রানাকে উত্তেজিত জনতা গণধোলাই দেয়।
এসময় ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় ছাত্রদল নেতা মাসুদ।পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জিজ্ঞাসাবাদের জন্য উক্ত গৃহবধূ নারীকে আমিনপুর থানায় নিয়ে যাওয়া হয় ।
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা(তদন্ত) তানভীর সবুজ জানান, ঘটনাস্থল থেকে নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর রাত ৯ ঘটিকায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় জনতার দাবী, সামাজিক অবক্ষয় রোধে মাসুদ রানাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জানান, ঘটনাটির সত্যতা মিলেছে। জাতীয়তাবাদী ছাত্রদল কোন অন্যায় ও সংগঠন বিরোধী কাজ সমর্থন করে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বেড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শামসুর রহমান সমেজ জানান, ঘটনাটি সত্য ও বাস্তব। স্থানীয়রা হাতেনাতে ছাত্রদল নেতা মাসুদকে ধরলে রুপপুর ইউনিয়ন বিএনপি নেতা রঞ্জু তাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে তার বাসায় লুকিয়ে রাখে। পরে পুলিশ রঞ্জুর বাসায় থেকে ছাত্রদল নেতা মাসুদকে আটক করে। ছাত্রদল নেতা মাসুদের এমন ন্যাক্কারজনক কাজ বিএনপিকে বিতর্কিত করেছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক।
উক্ত ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ মাসুদ রানাকে আজীবন দল থেকে বহিষ্কারের দাবী জানিয়েছেন।